ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্রুত রায় কার্যকর চান আইনজীবী চন্দনের মেয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
দ্রুত রায় কার্যকর চান আইনজীবী চন্দনের মেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে ডা. সুস্মিতা সরকার/ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: সাত খুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে ডা. সুস্মিতা সরকার। এ রায় দ্রুত কার্যকর হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

সোমবার ( জানুয়ারি ১৬) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর এই সাত খুনের মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আমার বাবা সারাজীবন ন্যায় বিচারের জন্য কাজ করেছেন।

আজকে তার আত্মা শান্তি পাবে।

উচ্চ আদালতের প্রতিও আমাদের বিশ্বাস আছে, রায় যেন দ্রুত কার্যকর হয় এটাই এখন আমাদের প্রত্যাশা। আজকের এ দিনের জন্য আইনজীবী, বিচারক, গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

**না’গঞ্জ ৭ খুনে ২৬ জনের ফাঁসি

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭

পিএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।