নূর হোসেনের বরাত দিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘রায় ঘোষণার পর নূর হোসেন জানিয়েছেন, তিনি হাইকোর্টে আপিল করবেন’।
আর কি কি বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে নূর হোসেনের বক্তব্য তুলে ধরে আইনজীবী বলেন, ‘ন্যায়বিচার পাইনি।
এদিকে রায়ের বিষয়ে আইনজীবী খোকন সাহা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিচারক যা ন্যায় মনে করেছেন, সে রায় দিয়েছেন। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই’।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় এর প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জেডএস/এএসআর