ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন বাংলাদেশির 'থরং লা' অতিক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
তিন বাংলাদেশির 'থরং লা' অতিক্রম বাইসাইকেলে চেপে নেপালের 'থরং লা' অতিক্রমকারী তিন বাংলাদেশি অভিযাত্রী অাব্দুল্লাহ তাহির চৌধুরী, অারিফুল ইসলাম ভূঁইয়া ও অভিমণ্যু সাহার সংবাদ সম্মেলন

ঢাকা: বাইসাইকেলে চেপে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গিরিপথ নেপালের 'থরং লা' অতিক্রম করেছেন তিন বাংলাদেশি অভিযাত্রী অাব্দুল্লাহ তাহির চৌধুরী, অারিফুল ইসলাম ভূঁইয়া ও অভিমণ্যু সাহা। সোমবার (জানুয়ারি ১৬) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই অভিযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন সদস্যরা।

আব্দুল তাহির জানান, গেল বছরের ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উঁচু অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ বিন্দু থরং লা অতিক্রম করি। এটা অন্নপূর্ণা ও তিব্বতের সংযোগস্থল।

তিনি বলেন, বাইসাইকেলে চেপে থরং লা জয় করা মোটেই সহজ ছিল না। তবে দেশের হয়ে কিছু করার তাড়না থেকে আমরা এই গিরিপথ অতিক্রম করেছি।

তিন অভিযাত্রীর এই দুঃসাহসিক আয়োজনে সহযোগিতায় ছিলো নুডলস ব্রান্ড মি.নুডলস ও ট্রেকার্স অব বাংলাদেশ।

তিন বাংলাদেশির এই সাফল্য উদযাপনে মি. নুডলস এতিমখানায় ১০ হাজার প্যাকেট নুডলস বিতরণ করবে। মি. নুডলস এর ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল বলেন, বাংলাদেশের জন্যে গৌরব বয়ে আনা এই দুঃসাহসিক কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্যে আমরা আনন্দিত। অভিযাত্রী দলের আবেদনের প্রেক্ষিতে আমরা এতিমখানায় মিঃ নুডলস বিতরণ করব।

সে অনুযায়ী ঢাকার ইসলামিয়া মিশন এতিমখানা ও চট্টগ্রামের উবাইদা এতিমখানায় নুডলস দেয়ার মাধ্যমে এই বিতরণ কাজ শুরু হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।