ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাজী নজরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

এর আগে বিকেল সাড়ে ৫টার ‍দিকে এয়ারপোর্ট থানাধীন উত্তর রহমতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।



নজরুল ইসলাম জেলার গৌরনদী থানাধীন টরকী বন্দরের নন্দনপট্টি এলাকার মৃত নূর মোহাম্মদ কাজীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা উত্তর রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নজরুল দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ব্যাপারে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবেন বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ  সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।