ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শেষ হলো বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
বগুড়ায় শেষ হলো বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা পুরস্কার বিতরণ/ ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা শেষ হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়।

সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য আলোকিত মানুষ গড়ে তুলতে হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ফারজানা হক শারমিন, শিক্ষক প্রতিনিধি এএসএম সালাহ উদ্দিন, মোছা.রাহাতারা বেগম, প্রাইমারি স্কুল ইনচার্জ এনামুল জাহিদ তিতাস, ফেরদৌস আলম, আবু সাঈদ, আবুল বাসার, জিল্লুর রহমান, কুদরত-ই-খোদা, মহিদুল ইসলাম, অমৃত লাল সরকার, তাজুল ইসলাম, রুমি সুলতানা, ওয়ায়েছ কুরুনী, শিক্ষার্থী সুমাইয়া ইসলাম প্রমুখ।
 
শেষে প্রধান অতিথি তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
এর আগে ১৬ জানুয়ারি মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।