সম্মেলনে বিএসএফের পক্ষে বিভিন্ন পদমর্যাদার ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কলকাতা বিএসএফের সেক্টর কমান্ডার শ্রী মৃদুল সেনোয়াল। বিজিবির ২০ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন।
সম্মেলনে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ, অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান কঠোর হস্তে দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে বিজিবি ও বিএসএফ।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, এ ধরনের একটি সম্মেলন বর্ডার ম্যানেজমেন্টে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভাতৃত্ববোধ ও সুসম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এজেডএইচ/এনটি/এসআই