ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
হবিগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা

হবিগঞ্জ: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি নানা উদ্যোগের অংশ হিসেবে হবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডা. দেবপদ রায় প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মেলায় স্থান পেয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, কলেজের ৩০টি স্টল। আগামী ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।