ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অযৌক্তিকভাবে হকারদের উচ্ছেদ করেছেন মেয়র’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
‘অযৌক্তিকভাবে হকারদের উচ্ছেদ করেছেন মেয়র’ হকার্স উচ্ছেদের প্রদিবাতে সমাবেশ, ছবি রানা

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীর গুলিস্তান থেকে অযৌক্তিকভাবে হকারদের উচ্ছেদ করেছেন বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সম্মিলিত হকার্স জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শিরীন আকতার বলেন, ‘মেয়র সাহেব কোনো ধরনের নীতিমালা প্রণয়ন না করে অযৌক্তিকভাবে হকার্সদের উচ্ছেদ করেছেন।

যা কখনো কাম্য নয়। তিনি আমাদের একজন শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু তার কাছে এমন ঘটনা আশা করা যায় না। তাই অবিলম্বে হকার্সদের জন্য নীতিমালা বাস্তবায়ন করতে হবে’।

তিনি আরো বলেন, রাজধানীর সৌন্দর্য হচ্ছে হকার্স আর রিকশা। এই হকার্স আর রিকশা বাদ দিয়ে কখনো রাজধানীর সৌন্দর্যের কথা ভাবা যায় না। কেননা রাজধানীর অতীত ভাবলে সেটাই তো দেখা যায়। রাজধানীর কতোভাগ মানুষ গাড়িতে চড়ে। এখনো অধিকাংশ মানুষ রিকশাতে চড়ে। এছাড়া এই হকার্সরাই এখনো নিম্নমধ্যবিত্তদের কাজে সহযোগিতা করছেন।

জাসদের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, এই সরকার যখন বিপদে পড়ে তখন এই হকার্সরাই সরকারের পাশে থাকে। কিন্তু বর্তমান সরকার হকার্সদের কথা ভুলে গিয়েছেন। মনে রাখবেন, ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই হকার্সরাই ছিলো সরকারের পরম বন্ধু। কাজেই তাদের জন্য নিরাপদ ব্যবস্থা না করে কোনোভাবেই হকার্সদের উচ্ছেদ করা ঠিক হবে না।

তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে যদি হকার্সদের নিয়ে নীতিমালা থাকতে পারে তাহলে বাংলাদেশে কেন হকার্সদের নিয়ে নীতিমালা থাকবে না। এটি সরকারকে ভাবতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ করে উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? আর কিভাবে বেঁচে থাকবে সেটাও সরকারকে চিন্তা করে কাজ করতে হবে।

এদিকে সকাল সাড়ে এগারোটা থেকে রাস্তা বন্ধ করে প্রায় ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকায়। দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণকে।

বিক্ষোভ সমাবেশে জাসদের সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকতসহ বিভিন্ন হকার্স নেতারা বক্তব্য রাখেন।

**‘পুনর্বাসন ও নীতিমালা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না’

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।