এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রকল্পের সিডিউল অনুযায়ী নতুন করে কাজ করার পরামর্শ দেন।
সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, এলজিএসপির অর্থায়নে সদর উপজেলার ভেওয়ামারা পাকা রাস্তা থেকে শরীফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি পাকা সড়ক নির্মাণের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ ধরা হয়। কাজটি প্রায় এক সপ্তাহ আগে শুরু করা হয়। ঠিকাদার ইটের কার্পেটিং ও রড ছাড়াই ঢালাইয়ের কাজ করছিলেন।
এছাড়াও কোনো কোনো স্থানে গাইড ওয়াল নির্মাণ ছাড়াই কাজ করছিলেন ওই ঠিকাদার। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামছুজ্জামান সরেজমিন পরিদর্শন করে ওই কাজ বন্ধ করে দেন।
এ অবস্থায় বুধবার (১৮ জানুয়ারি) শুধু মাটির উপর পলিথিন বিছিয়ে তার উপর রড দিয়ে ঢালাইয়ের চেষ্টা করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকৌশলী নিজে উপস্থিত হয়ে ওই কাজও স্থগিতের নির্দেশ দেন।
উপজেলা প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, আমি প্রকল্প এলাকা পরিদর্শন করার পর পুরনো ঢালাই ভেঙে নতুন করে নিয়মমাফিক কাজ করার জন্য ঠিকাদারকে পরামর্শ দিয়েছি।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামছুজ্জামান বলেন, অনিয়মের কারণে নির্মাণকাজ স্থগিত করে সদর উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে সিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেই। তারপরও অনিয়ম হলে ঠিকাদারকে বিল দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএ