ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে স্কুল ক্যাম্পাসে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর আয়োজন করে।

পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুল করিম ও স্কুলের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।

পিঠা উৎসবে ভাপা, নকশি, গকুল, চন্দ্রপুলি, চিতই, পাটিসাপটা, আন্দোসা, বিস্কুট ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছিল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।