ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাটখিলে পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
চাটখিলে পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক চাটখিলে পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় এলজি, তিন রাউন্ড কার্তুজ ও  রেজিস্ট্রেশন ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের উপজেলার শিবপুর এলাকা থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চাটখিল উপজেলার শিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রাজু মিয়া (২৫), একই উপজেলার পূর্ব দেলিয়াই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৫) ও শ্রীপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. সবুজ (২৪)।

র‌্যাব-১১, সিপিসি-৩ উপ-পরিচালক মেজর মো. রেজাউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী রাজু, আবদুল খালেক ও সবুজকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে চাটখিল ও সোনাইমুড়ি থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিকেলে তাদের চাটখিল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।