ঢাকা: রাজধানীর নবাবপুরে হারুনর রশিদ (৪৫) নামে এক ব্যক্তির পায়ে গুলি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নবাবপুরের বনগ্রামে এ ঘটনা ঘটে।
রশিদ বাংলানিউজকে জানান, বনানীর একটি প্রতিষ্ঠানে তিনি পার্সেস অফিসার হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার অফিসের কাজে তিনি নবাবপুর যান। পরে নবাবপুরের বনগ্রাম দীলিপের গলির সামনে পৌঁছালে পেছন থেকে তিন ছিনতাইকারী তার ডান পায়ে গুলি করে। এ সময় পকেটে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, হারুনর রশিদ গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অবগত করতে সংশ্লিস্ট থানায় যোগাযোগ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজেডএস/এসআরএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।