ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন-ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার শিশইল সোনাপুর জনবসতিপূর্ণ এলাকায় নির্মিত ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল,  মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলার শিশইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ইটভাটা ঘুরে ওই স্কুল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মান্দা থানা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ মোশারফের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার শত শত বাসিন্দা ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন-পরানপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম দুলাল, কৃষকলীগের সভাপতি হাফিজ আল আশাদ রুমেল, মশিউর রহমান উত্তম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জনবসতি, স্কুল ও হাসপাতাল সংলগ্ন এই ইটভাটাটি পরিবেশ ও এলাকাবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ইটভাটা পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া প্রশাসনের নজর ফাঁকি দিয়ে অবৈধভাবে চলছে। এটি অবিলম্বে বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।