ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

যশোর: যশোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ৯৭ লিটার চোলাই মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার রামনগর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম ওরফে রিপন (৩২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুদ্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৯) ও বেজপাড়া এলাকার আলামিন পাপ্পু ওরফে নবমুসলিম পাপ্পু (২৩)।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের এএসপি মো. খোদাদাদ হোসেন বাংলানিউজকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচা-কেনার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭ লিটার চোলাই মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে।

জানা যায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে নিরালাপট্টি এলাকার হাসান ওরফে মদ হাসানের নেতৃত্বে বাবু বাজার এলাকার জাকির ও জামাল পৃথক তিনটি অবৈধ মদের দোকান পরিচালনা করে আসছেন। আটক সুমন জাকিরের দোকানের কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।