ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি তৎপরতার বিষয়ে সতর্ক হতে বললেন আরএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জঙ্গি তৎপরতার বিষয়ে সতর্ক হতে বললেন আরএমপি কমিশনার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএমপি কমিশনার

রাজশাহী: জঙ্গি তৎপরতার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর শাহ্ মখদুম থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ বিভাগের সক্রিয়তার কারণে তারা সফল হতে পারছে না।

এ জন্য চলমান জঙ্গি বিরোধী আভিযান অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরএমপি’র উপ-কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী।

বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, শাখ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

এছাড়াও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।