ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে দুই মাসকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
হাজীগঞ্জে দুই মাসকসেবীর কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- কচুয়া উপজেলার আমুজান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন (৩০) ও হাজীগঞ্জ পৌরসভার মমিন রোডের আব্দুল মান্নানের ছেলে ফয়সাল (২৪)।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদ বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাতে পুলিশ মমিন রোডের বেপারী বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় সুমন ও ফয়সালকে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক সুমনকে এক বছরের ও ফয়সালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সুমনের বিরুদ্ধে কচুয়া থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
‌এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।