ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দখলমুক্ত হবে খাল, কিন্তু কিভাবে? পড়ুন বাংলানিউজে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
দখলমুক্ত হবে খাল, কিন্তু কিভাবে? পড়ুন বাংলানিউজে দখলমুক্ত হবে নন্দীপাড়া-ত্রিমোহনী খাল, কিন্তু কিভাবে?

প্রিয় পাঠক, রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ঘোষণা দিয়েছেন রাজধানীর খালগুলো দখলমুক্ত করবেন। আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি সময়কালে মান্ডা খালের নন্দীপাড়া-ত্রিমোহনী অংশ দখলমুক্ত করার অভিযান চালানোরও ঘোষণা দিয়েছেন। কিন্তু কিভাবে?

বাংলনিউজের একটি বড় টিম সোমবার (২৩ জানুয়ারি) গোটা দিন ঘুরেছে মান্ডা খালের নন্দীপাড়া-ত্রিমোহনী এলাকায়। সেখান থেকে তুলে এনেছে খালের ও তা দখলের প্রকৃত চিত্র।

বের হয়ে এসেছে কিভাবে কোন পথে তা দখলমুক্ত করা সম্ভব। উচ্ছেদই কি সবকিছু? নাকি আরও কিছু করার আছে।

পড়ুন এখানে...

খাল দখল

** সবাই চান খালটি ফিরে আসুক

মরে যাওয়া নদী

** ফের জাগবে কি মরা নদী!

সারি সারি সেতু সাঁকো

** সারি সারি সেতু-সাঁকোর অত্যাচারে খাল

দখলমুক্তের ঘোষণায় দখলবন্ধ

** উচ্ছেদের ঘোষণায় হাত গোটালো দখলদাররা

নন্দীপাড়া-ত্রিমোহনী খাল

** খাল উদ্ধারের খবরে স্বস্তি নন্দীপাড়ায় 

অবৈধ স্থাপনা

** ভাঙা পড়বে যেসব অবৈধ স্থাপনা


** ছবিতে নন্দীপাড়া খালের করুণ দশা

** দূষিত পানিতে নৌকার ঘাট

বাংলাদেশ সময় ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।