ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সময়ভিত্তিক ও ফলপ্রসূ সার্ক কর্মসূচি চান প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সময়ভিত্তিক ও ফলপ্রসূ সার্ক কর্মসূচি চান প্রধানমন্ত্রী অর্জুন বাহাদুর থাপা ও শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

ঢাকা: জনগণের আশা আকাঙক্ষা পূরণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) সময়ভিত্তিক ফলপ্রসূ কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এ কথা বলেন। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, সার্কের কার্যক্রম সময় ও ফলভিত্তিক হওয়া উচিত। যাতে এ অঞ্চলের মানুষের আশা আকাঙক্ষা পূরণ হয়।

এ অঞ্চলের প্রত্যেকটি দেশ একই ধরনের সমস্যার সম্মুখীন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান হওয়া উচিত।

বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল মোটর ভেহিকল চুক্তির কথা উল্লেখ করে শক্তিশালী আঞ্চলিক কানেকটিভিটির জন্য এই উদ্যোগকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ও নেপাল দুই দেশের লাভে যৌথ সহযোগিতায় জলবিদ্যুৎ উৎপাদনের কথাও বলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ অঞ্চলের মহান নেতা হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান সার্ক মহাসচিব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও ভিশনারি নেতৃত্বের প্রশংসা করেন।

অর্জুন বাহাদুর থাপা বলেন, বাংলাদেশ তার নেতৃত্বে অনেক কিছু অর্জন করেছে। আর্থসামাজিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। প্রতিবেশি হিসেবে আমরা অনেক খুশি।

তার দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান অর্জুন থাপা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক উপদেষ্টা অর্জুন বাহাদুর থাপা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।