নন্দীপাড়া বাজার এলাকায় নন্দীপাড়া খাল (জিরানী খাল) দখল করে এক পাড়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড অন্য পাড়ে বসতবাড়ি।
নন্দীপাড়া বাজার ও আশপাশের বাড়ির বর্জ্যে প্রায় অস্তিত্বহীন জিরানী খাল।
একটু একটু করে বাড়ছে খালের দুই পাড়ে অবৈধ দখল।
নন্দীপাড়া গোলারবাড়ী অংশ অবৈধভাবে দখল করে খালের ওপর গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ।
খালের পাড় দখল করে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি।
খালের ওপর দিয়ে বাড়ি প্রতি একটি করে পারাপার পুল।
নন্দীপাড়া খালের আগের অবস্থার বর্ণনা করছেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম
নদী ভরাটের কারণে বালুনদী থেকে নন্দীপাড়া খালের দুইপাড়ই শুকিয়ে যাচ্ছে।
খালের ওপর দিয়ে ওয়াসার লাইন।
খাল দখল করে অবৈধ দোকান।
বালু নদীর ত্রিমোহনী অংশে সুউচ্চ বাঁশের সাঁকো।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
টিআই