ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মাদকবিক্রতাদের হামলায় ২ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
গাইবান্ধায় মাদকবিক্রতাদের হামলায় ২ পুলিশ আহত

গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলার বানিয়ারজানে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদকবিক্রেতারা। এসময় দুই পুলিশ আহত ও সাইদুল ইসলাম শহিদ নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়ারজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ ও গুলিবিদ্ধ মাদকবিক্রেতাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে বিকেলে সদরের কামারজানি ইউনিয়নের পারিবয়ার চর এলাকা থেকে শহিদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় শহিদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, শহিদ একজন মাদকবিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর শহিদের দেওয়া তথ্য অনুযায়ী বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার করতে যায় পুলিশ। এসময় শহিদকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে অন্য মাদকবিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদকবিক্রেতারা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন শহিদ। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশসহ গুলিবিদ্ধ শহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মাদকবিক্রেতাদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় মাদকবিক্রতা শহিদসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ডিবি’র এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।