শুক্রবার (৪ জানুয়ারি) দিনাজপুর শহর এবং রেলস্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির প্রধান সমন্বয়ক ডা. মাহবুব আলম নয়ন, কার্যনির্বাহী সংগঠক ডা. জাকির হাসান, ডা. ভাষ্কর রয়, সদস্য তাবাসসুম জুই, শুভ্র বসাক, বাধন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার ব্রত নিয়ে ২০১৭ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে হিউম্যান হেলপার। সংগঠনের সঙ্গে যুক্ত অধিকাংশই চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী।
গত বছরের শীতে গাইবান্ধার শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে হিউম্যান হেলপার।
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, সুবিধা বঞ্চিত শিশু, অসহায় মানুষের কল্যাণে কাজ করে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমইউএম/আরবি/