ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তারেকের সাবেক এপিএস নুরুদ্দীন অপু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
তারেকের সাবেক এপিএস নুরুদ্দীন অপু আটক তারেক রহমানের সঙ্গে মিয়া নুরুদ্দীন অপু

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা জব্দের ঘটনায় দায়ের করা মামলায় তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দীন অপুকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অপুকে আটক করে র‍্যাব-১। তবে হাসপাতাল থেকে রিলিজ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে র‍্যাবের নজরদারিতে থাকবেন বলে জানা গেছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে র‍্যাব-১ এর একটি দল ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করে।  

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, মতিঝিলে ৮ কোটি টাকা জব্দের ঘটনায় দায়ের করা মামলায় ৪ নম্বর আসামি নুরুদ্দীন অপু। ওই মামলার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে আটক করা হয়েছে। তবে তিনি যেহেতু ওই হাসপাতালে চিকিৎসাধীন, রিলিজ পাওয়া পর্যন্ত আমাদের নজরদারিতে থাকবেন।

২৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেকসহ তিনজনকে আটক করে র‌্যাব।

আটকরা হলেন- কথিত আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড করপোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।

একই ঘটনায় দায়ের করা মামলায় ৪ নম্বর আসামি অপু।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা,  জানুয়ারি ০৪, ২০১৯
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।