ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিন্দুবাসিনী বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
টাঙ্গাইলে বিন্দুবাসিনী বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি  বিন্দুবাসিনী বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: “প্রবীণ নবীন সবাই মিলে, এসো মিলি হৃদয়ালয়ে” স্লোগানকে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’দিনব্যাপী ১৩৭ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। 

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম।

পরে কেক কেটে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩৭ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাবেত হয়। এরপর শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক কাজী তুছমী সুলতানা ঝিনুক জানান, শনিবার (৫ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘটবে। এবারের মিলন মেলায় ১৯৪০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাক্তন ও বর্তমান প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।