বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানভীর।
এসময় সেখানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া উপস্থিত ছিলেন।
নয়ন মিয়া বাংলানিউজকে জানান, যথাযথ নিয়ম না মেনে ইট তৈরি করায় দাসেরগাঁও গ্রামের পাঁচ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়ম না মেনে তৈরি করা ইট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ওএইচ/