ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ছুরিকাঘাতে যুবলীগকর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
অভয়নগরে ছুরিকাঘাতে যুবলীগকর্মী খুন

যশোর: যশোরের শিল্প-বাণিজ্য নগর নওয়াপাড়া নৌবন্দর ঘাটে এক ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম খাঁ (৩৫) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে নওয়াপাড়া নৌবন্দরের মশরহাটি এলাকায় জয়েন্ট ট্রেডিংয়ের ৩ নং ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে।

তিনি পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। তিনি পেশায় ঘাট শ্রমিক ছিলেন।

নিহত ব্যক্তির বড় ভাই ওহিদুল খাঁ বাংলানিউজকে বলেন, বিকেলে জাহিদুল ঘাটে কাজ করার ফাঁকে ভাজা কিনে দাম পরিশোধের সময় ওই বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাজা বিক্রেতা ইমরান হোসেন তার কাছে থাকা একটি ছুরি দিয়ে জাহিদুলের বুকের বাম পাজরে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাবাসী ভাজা বিক্রেতা ইমরান হোসেনকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। আটক ভাজা বিক্রেতা ইমরানের বাড়ি নড়াইল জেলায়। তিনি নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় বসবাস করতেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, হত্যাকারী ভাজা বিক্রেতা পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও এ ঘটনা জানতে পেরে জেলা পুলিশের (খ সার্কেল) সহকারী পুলিশ সুপার এস এম নাঈমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।