ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে তরুণীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
মাধবপুরে তরুণীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে হাবিবা আক্তার (২০) নামে এক যুবতীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে ঘরের গ্রিল ভেঙে ঘুমন্ত অবস্থায় ওই তরুণীর মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মারে দুর্বৃত্তরা। হাবিবা ওই গ্রামের এখলাছ মিয়ার মেয়ে।

বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ঘরের গ্রিল ভেঙে হাবিবার মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মাড়ে। এতে হাবিবার পুরো মুখ ঝলসে যায়। এ সময় হাবিবার সঙ্গে ঘুমিয়ে থাকা তার বোন আয়েশা আক্তারের (১০) হাতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্তে নেমেছে বলে জানান তিনি।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ বাংলানিউজকে জানান, মেয়েটির প্রায় পুরো মুখে রক্ত জমাট বেধে লাল রঙ ধারণ করেছে। তবে এটি এসিড নাকি কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ তা তারা বুঝতে পারেননি। গুরুতর অবস্থায় রাতেই তাকে সিলেটে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।