ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে বন্ধ কারখানায় পলিথিন ও কাঁচামাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
না’গঞ্জে বন্ধ কারখানায় পলিথিন ও কাঁচামাল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বন্ধ পলিথিন কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

বাংলানিউজকে নূসরাত আরা খানম জানান, ওই কারখানাটি রানা নামের এক ব্যক্তি পরিচালনা করতেন।

তবে অভিযানের সময় কারখানাটি তালাবদ্ধ ছিলো।  

‘পরে তালা ভেঙে কারখানাটির ভেতরে প্রবেশ করে ৭৭ বস্তা পলিথিন, ২১ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল ও বেশ কিছু মেশিনারীজ জব্দ করা হয়েছে,’ বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।