ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ কোটি টাকার নকল ক্যাবল জব্দ, ১৮ জনের জেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
৪ কোটি টাকার নকল ক্যাবল জব্দ, ১৮ জনের জেল

ঢাকা: বিভিন্ন নামি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নকল ক্যাবল ও বৈদ্যুতিক পণ্য উৎপাদনের দায়ে পাঁচটি কারখানার ১৮ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় চার কোটি টাকা মূল্যের নকল ক্যাবল জব্দসহ পাঁচটি কারখানা ও দুইটি গোডাউন সিলগালা করা হয়।

রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর বংশাল থানাধীন সিদ্দিকবাজার ও আলুবাজার এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ এ অভিযান চালায়।

সারওয়ার আলম জানান, অভিযান চালিয়ে দেখা যায়, কোনো নিয়ম ছাড়াই কারখানা স্থাপন করে সেখানে নকল ক্যাবলসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য তৈরি করা হচ্ছে।

আর সেসব পণ্য বিজলি ক্যাবলস, বিআরবি, পলিক্যাবলসহ বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে বাজারজাত করে আসছিল। মানহীন এসব পণ্য ব্যবহারে শর্টসার্কিটজনিত দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

অভিযানে প্রায় ৪ কোটি টাকার নকল ক্যাবল উদ্ধারসহ ১৮ জনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পাঁচটি কারখানা ও দুইটি গোডাউন সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।