মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড প্রদান করা হয়।
এর আগে মঙ্গলবার দিনব্যাপী মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, আটটি বেহেন্দি জাল ও ২ টি চরঘেরা জাল জব্দ করা হয়। পাশাপাশি আটক আটজনকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএস/আরআর