ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় ১০ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ইনফ্রা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রকে পৃথক ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক আসামি মোনতাসির রহমান ওরফে মোস্তাকিনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোস্তাকিন পিরোজপুর সদর উপজেলার বালিহারি গ্রামের বাসিন্দা আমিনুর রহমানের ছেলে।

 

আদালত সূত্র জানায়, নূরে আলম সিদ্দিকী টিটু উচ্চ মাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগরের পাবলিক স্কুল সড়কে ইমন নামে একটি ছেলের সঙ্গে মেসে থাকতো। মেসে টিটুর ট্রাভেল চার্জার ভেঙে ফেলা ও রুমে বসে ধূমপান করতে বারণ করাকে কেন্দ্র করে ইমনের সঙ্গে বিরোধ হয়।

এর জেরে ২০১২ সালের ৩ অক্টোবর টিটুকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে মোস্তাকিন। এ ঘটনায় টিটুর চাচা আরিফুজ্জামান তুহিন বাদী হয়ে ১৭ অক্টোবর কোতয়ালি মডেল থানায় মামলা করে। একই বছরের ১০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন কোতয়ালি থানার এসআই দেলোয়ার হোসেন।

মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে পৃথক ধারায় এ রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।