ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
লক্ষ্মীছড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার গ্রেফতার সুপার জ্যোতিকে নিয়ে যাচ্ছে পুলিশ, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহেনুর রহমান।

তিনি জানান, সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতারের পর বুধবার (৩০ জানুয়ারি) খাগড়াছড়ি আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও লংগদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএসের নেতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

জানা গেছে, যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে শিলাছড়ি ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে।

২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে পুনর্বহাল হলেও বিভিন্ন উপজেলায় হত্যা মামলার ঘটনায় আত্মগোপনে ছিলেন ইউপিডিএফ সমর্থিত উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯/ আপডেট: ১১০৫
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।