বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০ মিনিট বিরতি দিয়ে পুনরায় অধিবেশন শুরু হলে স্পিকার কাযর্প্রণালী বিধি অনুযায়ী প্রথমেই ডেপুটি স্পিকার নির্বাচনের কথা ঘোষণা করেন।
শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে একমাত্র সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নাম ঘোষণা করেন। এরপর ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন সংসদে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিক। তার প্রস্তাব সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকারের নাম কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর সংসদের সপ্তম তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন মো. ফজলে রাব্বী মিয়া। ডেপুটি স্পিকারের শপথ বাক্যপাঠ করান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/এসএম/ওএইচ/