ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিতাসের দুর্নীতিবাজদের তালিকা দুদকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
তিতাসের দুর্নীতিবাজদের তালিকা দুদকে তিতাস গ্যাসের লোগো

ঢাকা: তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বলেন, তিতাসের শ্রমিক নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা সিন্ডিকেট করে বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও টেম্পারিং করে লাখ লাখ টাকা ঘুষ আদায় করছে- এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩০ জানুয়ারি) এ অভিযান চালায় দুদক।  

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পরিচালক মো. শফিকুর রহমান ভুইয়া ও পরিচালক মো. আবদুল গাফফারের সমন্বিত একটি টিম তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও মিটার টেম্পারিংয়ে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করেন।

এছাড়া দুদক টিম জানতে পারে, তিতাস কর্তৃপক্ষ প্রশাসনিক স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের একটি বদলির আদেশ জারি করেছে, যা বাস্তবায়নে একটি সিন্ডিকেট বিঘ্ন সৃষ্টি করছে।  

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, তিতাসের দুর্নীতি বন্ধে দুদক নিয়মিত নজরদারি করবে ও অভিযান চালাবে। অবৈধ গ্যাস সংযোগের দুর্নীতিতে যারা লাভবান হয়েছে তাদের সম্পদের অনুসন্ধান করা হবে ও দুর্নীতির প্রমাণ পেলে তাদের আইনের মুখোমুখি করা হবে। এছাড়া তিতাস কর্তৃপক্ষের প্রশাসনে অনৈতিক হস্তক্ষেপে জড়িতদের দুদক চিহ্নিত করবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।