বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে একথা বলেন সাবেক এই মন্ত্রী।
স্পিকারকে অভিনন্দন জানিয়ে রাশেদ খান মেনন বলেন, একাদশ সংসদের সদস্য নির্বাচিত হয়ে একদিকে যেমন আনন্দ, সঙ্গে সঙ্গে বিব্রতও হই।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মেনন বলেন, আপনি জানেন এই সংসদে যখন যোগদান করেছি তখন বলেছি সব উন্নয়নমূলক কাজ ও অগ্রগতির ক্ষেত্রে আমরা শুধু সমর্থন জানাবো তা নয়, সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ত্রুটি-বিচ্যুতি থাকবে, যেগুলো আমরা মনে করবো বিরোধিতা করা প্রয়োজন, সেটির অবশ্যই বিরোধিতা করবো। এর আগে পঞ্চদশ সংশোধনীর বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। এজন্য আশার করি আপনি (স্পিকার) সুযোগ দেবেন।
তিনি বিরোধী দল জাতীয় পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিরোধিতার প্রশ্নে আমাদের সমর্থন থাকবে। আমরা সবাই মিলে একত্রে এগিয়ে যাবো। । এজন্য তিনি স্পিকারের সুদৃষ্টি কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/ এসএম/জেডএস