ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্র-গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
নাটোরে অস্ত্র-গুলিসহ আটক ৩

নাটোর: নাটোরের লালপুর উপজেলা থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটক তিনজন হলেন- ওয়ালিয়ার আমিন পাড়া এলাকার আলমগীর হোসেন আমিনের ছেলে ফাইম হোসেন পলক (১৯), সোনা সরকারের ছেলে মো. সুইট সরকার (২১), আক্তারুল ইসলাম অরফে সিপার ছেলে বিজয় আমিন অরফে জামিল (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহারীয়ারের নেতৃত্বে বুধবার সন্ধ্যার দিকে ওয়ালিয়া গ্রামে অভিযান চালায়। এসময় তিন জনকে অস্ত্রসহ হাতনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান, একটি টিপ চাকু, তিনটি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ৮০ টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহারীয়ার বাংলানিউজকে জানান, আটক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।