ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাড়ে ৮০০ টন ফ্লাইঅ্যাশ ভর্তি জাহাজের তলা ফেটে বিড়ম্বনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ৩১, ২০১৯
সাড়ে ৮০০ টন ফ্লাইঅ্যাশ ভর্তি জাহাজের তলা ফেটে বিড়ম্বনা এমভি হাজী আব্দুল জলিল জাহাজটি তীরে ভিড়িয়ে রাখা হয়েছে। ছবি-বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে সিমেন্ট তৈরির সাড়ে ৮০০ টন কাঁচামালভর্তি (ফ্লাইঅ্যাশ) এমভি হাজী আব্দুল জলিল নামে একটি জাহাজের তলা ফেটে ডেকে পানি উঠে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। 

ভারতের হলদিয়া বন্দর থেকে নারায়ণগঞ্জের মেঘনা হোলসিম কোম্পানির ৮৫ লাখ টাকার ফ্লাইঅ্যাশ নিয়ে যাচ্ছিল জাহাজটি। বুধবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে পথে চাঁদপুর লঞ্চঘাটের কাছে নোঙর করা অবস্থায় তলা ফেটে গেলে ডেকে পানি উঠে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে জাহাজটিকে পানিতে ডুবতে দেখে পাড়ে এনে ভিড়িয়ে রাখেন লঞ্চের মাস্টার। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজের মাস্টার মো. আসাদ বাংলানিউজকে জানান, ২৩ জানুয়ারি ফ্লাইঅ্যাশ নিয়ে তারা ভারতের হলুদিয়া বন্দর থেকে রওনা হন। রাতে ঘটনাস্থলে নোঙর করে রাখলে জাহাজের তলা ফেটে ডেকের মধ্যে পানি উঠে যায়। পরে ভোর ৫টার দিকে নদীর তীরে এনে জাহাজটি ভিড়িয়ে রাখেন তিনি।

অপরদিকে, জাহাজে থাকা ১১ জনের মধ্যে কেউই হতাহত হননি। তবে পানিতে অনেকটা ফ্লাইঅ্যাশ নষ্ট হয়েছে। বর্তমানে জাহাজটি উদ্ধারের জন্য চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।  

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে জাহাজটি পরিদর্শন করা হয়েছে। তবে কাগজপত্র দেখে বোঝা গেছে, এ জাহাজটির চলাচলের ফিটনেস নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।