ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক, ছবি: বাংলানিউজ

রাজশাহী: সারাদেশের মতো রাজশাহীতেও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী কলেজিয়েট স্কুলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।

এ সময় জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

আর শিক্ষাপ্রতিষ্ঠান অপরিচ্ছন্ন থাকলে পাঠদানের মনোনিবেশ করা যায় না। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই সবাইকে শ্রেণিকক্ষসহ পুরো শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগম। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নজরুল ইসলাম।

পরে নিজে ঝাড়ু দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এসএম আব্দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।