বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম, উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, শহর সমাজসেবা অফিসার রোকেয়া বেগম প্রমুখ।
সভায় জানানো হয়, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধীদের ভাতা ইলেকট্রনিক ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। এতে জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে যাবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এডি/আরআইএস/