ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জেএমবি সদস্য রেজাউল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
নারায়ণগঞ্জে জেএমবি সদস্য রেজাউল আটক র‌্যাব হেফাজতে আটক রেজাউল কবির।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য মো. রেজাউল কবির ওরফে বান্দা রেজাকে (৪২) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (৩০ জানুয়ারি) রাতে র‌্যাব-১১ একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে আটক করে।

তিনি ২০১২ সালে জসিম উদ্দিন রহমানির বছিলা মসজিদে যাতায়াতের মাধ্যমে জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হন। এরপর ২০১৪ সালে আফগানিস্তানে নিহত জঙ্গি আশিকুর রহমানের মাধ্যমে ২০১২ সালের শেষের দিকে জেএমবিতে যোগদান করেন। আশিকুরের মাধ্যমে সিরিয়ায় হিজরতকৃত জঙ্গি এটিএম তাজ উদ্দিনসহ বিভিন্ন জঙ্গিদের সঙ্গে জেএমবির কার্যক্রম পরিচালনা করার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন রেজাউল। পরে ২০১৩ সালে জামিনে বের হয়ে আবারও জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হন তিনি। এরপর জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য ২০১৫ সালে আবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। কয়েকমাস কারাগারে থাকার পর ফের জামিনে বের হয়ে আফগানিস্তানে নিহত আশিকুর রহমানের স্ত্রী নারী জঙ্গি নুসরাত জাহান রিপিকে দ্বিতীয় বিয়ে করেন।  

বর্তমানে জলপাই নামক একটি সফটওয়্যার কোম্পানি খুলে ব্যবসার আড়ালে অনলাইন ভিত্তিক জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল রেজাউল। আইন শৃঙ্খলার বাহিনী জঙ্গি বিরোধী অভিযান শুরু হলে বান্দা রেজা ছদ্ম নামে ফেসবুকে আইডি খুলে উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।