বুধবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেয়র মনিরুল হক সাক্কু।
এসময় কুসিকের নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব হেলাল উদ্দিন ও কুমিল্লা সদর হাসপাতালের ডা. সোমেন রায় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৬৬০ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪২ হাজার ৫৬৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ার লক্ষ্য রয়েছে।
মোট ১৫৬টি কেন্দ্রের (স্থায়ী কেন্দ্র ১৪৫টি, ভ্রাম্যমাণ কেন্দ্র ১১টি) মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দু’জন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দু’জন করে সুপারভাইজার থাকবেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
ওএইচ/