ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রী মুক্তা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কলেজছাত্রী মুক্তা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন সহপাঠী, শিক্ষার্থী ও শিক্ষকরা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর খান, উপাধ্যক্ষ সৈয়দ আলী আযম, সহকারী অধ্যাপক ডক্টর মো. শামীম আহমেদ ও কামরুল ইসলাম, প্রভাষক সুরাইয়া পারভিন, শিক্ষার্থী রাশনিয়া তালুকদার, নুসরাত জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নৃশংস এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারসহ নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটির বারইকরণ গ্রামের বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সামনের সড়কে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে কুপিয়ে হত্যা করা হয়। প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ায় পটুয়াখালীর কলাপাড়া এলাকার সোহাগ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহত মুক্তার বাবা পরদিন মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।