ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুস্থ-সচল ঢাকা গড়তে চাই: আতিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সুস্থ-সচল ঢাকা গড়তে চাই: আতিকুল ইসলাম বক্তব্য রাখছেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম/ছবি: শাকিল 

ঢাকা: সবাইকে নিয়ে সুস্থ সচল ঢাকা গড়তে চাই। এখন সময় এসেছে সবাইকে নিয়ে কাজ করার। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রেসক্লাব সংলাপে আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম একথা বলেন। 'কেন মেয়র হতে চাই' শীর্ষক সংলাপ-১ এর আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।

আতিকুল ইসলাম বলেন, আমি একটি প্রসেসের মধ্য দিয়ে এসেছি। আনিস ভাই মারা যাওয়ার পরে ১৮ জন মেয়র হতে চেয়েছিলেন। আমরা সবুজ সংকেত পেয়েছিলাম। ২০১৭ সালে ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে সবাই ইন্টারভিউ দেই। তখন আমার নাম ঘোষণা করা হয়। এর পরেরদিন একজন আদালতে রিট করেন, তখন নির্বাচন স্থগিত হয়ে যায়। গত একবছর আমি অনেক জায়গায় গিয়েছি। অনেক কিছু জেনেছি-বুঝেছি।

‘ঢাকার ফুটপাত দখলমুক্ত করবো, হকারদের পুনর্বাসন করবো। খেলার মাঠগুলো ঠিক রেখে এর নিচে দুই-তিনতলা আন্ডারগ্রাউন্ড মার্কেট করে হকারদের পুনর্বাসন করা যাবে। হর্কারদের কার্ডের ব্যবস্থা করলে পুনর্বাসন করা সম্ভব। তবে বলা যত সহজ করা তত কঠিন হবে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। ’

তিনি আরও বলেন, আগে বাচ্চারা মাঠে খেলতে যেত। এখন বাসায় বসে ভার্চুয়াল গেম খেলে। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য মাঠের কোনো বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কিছু হলে সবাই মেয়রকে বলে। সব দোষ মেয়রের। কিন্তু রাজউক সব কিছু নির্মাণের অনুমতি দেয়। রাজউক চেয়ারম্যানের নাম ক’জন জানে।  

সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ইন্ডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন, সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, চ্যানেল-২৪ প্রধান নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।