বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০০৬ সালের তথ্য আইন অনুযায়ী বিদেশি বিজ্ঞাপন প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখানো হয় না। আমরা সম্প্রচার করার ব্যবস্থা করবো। সবার আগে বিটিভি'র সম্প্রচার করা হবে। ২৪ ঘণ্টা সম্প্রচার। ধীরে ধীরে অন্য চ্যানেলের সম্প্রচার শুরু হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোজাম্মেল বাবু, ওমর ফরুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএমআই/এসএইচ