নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ সরেজমিন পরিদর্শনে গিয়ে নদীদখল-দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকাসহ উচ্ছেদকৃত তীর ভূমিতে ওয়াকওয়ে নির্মাণ ও নদীরপাড়ে সবুজ বেস্টনি গড়ে তোলার ঘোষণা দেন।
বুধবার (০৬ ফেব্রুয়ারি) সর্বমোট ২৫২টি স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক আরিফ হাসনাত।
এরমধ্যে চারতলা পাকা ভবন তিনটি, তিনতলা দুইটি, দোতালা পাঁচটি, একতলা নয়টি, আধাপাকা ঘর ২৫টি এবং টিনের ঘর ও টং ঘর ২০৮টি।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা আদি চ্যানেলে কামরাঙ্গীরচরের লোহারপুল থেকে শুরু হবে বলে জানান আরিফ হাসনাত।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমআইএইচ/জেডএস