ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংশোধন কেন্দ্রে উচ্ছৃঙ্খল চার কিশোর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
সংশোধন কেন্দ্রে উচ্ছৃঙ্খল চার কিশোর 

ঢাকা: মৃত নবজাতককে জবাই করার অভিযোগে দায়ের করা মামলায় রুদ্রকর্মী (১৮) নামে এক বখাটেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই অপরাধে অপর চার আসামি অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের শিশু (কিশোর/কিশোরী) উন্নয়ন কেন্দ্র পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. আহসান হাবীব এ নির্দেশ দেন।  

চার অপ্রাপ্ত বয়স্ক আসামিরা হচ্ছে- রনক দে (১৩), বিপুল দাশ (১৪), শুভংকর চন্দ্র রায় (১৫) ও বিজয় দে (১৬)।

দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।  

গত ৪ ফেব্রুয়ারি রাতে পোস্তগালা জাতীয় শ্মশানে একটি নবজাতকের মরদেহ উত্তোলন করে জবাই করে এই পাঁচ কিশোর-তরুণ।

এ ঘটনায় শ্মশানের মোহর পলাশ চক্রবর্তী বাদী হয়ে শ্যামপুর থানায় একটি মামলা করেন। পরে ওই পাঁচ কিশোর-তরুণকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কমকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, এই কিশোর আসামিরা তান্ত্রিক শক্তি অর্জন করার জন্য নবজাতকের মৃতদেহ জবাই করে পূজা দেয়।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।