এর মধ্যে ৭ কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হঠাৎ করে ব্যাংকের ম্যানেজারসহ সব কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সময় গার্ড মধুসুধন কিছুটা সুস্থ ছিলেন। তখন তার চিৎকারে পার্শ্ববর্তী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরা হলেন- ব্যাংকের ম্যানেজার স্বপন মালাকার (৫০), কর্মকর্তা রিপন বাড়ৈ (৩৩), ক্যাশ কর্মকর্তা তন্ময় বিশ্বাস (৩২), মিল্টন মণ্ডল (৩৩), গার্ড মধুসুদন স্বর্ণকার (২৫), মহান্দ রায় (৩৫), উজ্জ্বল বৈদ্য (২২)।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্ হয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৭ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো গ্যাসের কারণে তারা অসুস্থ হয়েছেন। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি জানান।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েন। তবে এখন পর্যন্ত ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কি না জানা যায়নি।
অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিরণম্ময় মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, খবর পেয়ে আমরা গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাই। ব্যাংকের ভেতরে জেনারেটর চলছিল। জেনারেটর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে অসুস্থতার ঘটনা ঘটতে পারে। গ্যাস নিঃস্মরণ করার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
আরএ