বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ বন্ধের নির্দেশ দেন।
বিপুল চন্দ্র দাস বলেন, চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় উপজেলার ফুল্লশ্রী বাইপাস এলাকায় অবস্থিত বেসরকারি দুস্থ মানবতার হাসাপতালে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, বিকেল ৪ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ বেশকিছু কাগজপত্র দেখিয়েছে। যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহায়তায় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে পুনরায় হাসপাতালটি পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
একইদিন উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ (৪) ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/ওএইচ/