ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) মৌসুমী জেরীন কান্তা। ছবি: বাংলানিউজ
বেনাপোল (যশোর): অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে ঘোষ ডেয়ারি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড) মৌসুমী জেরীন কান্তা এ জরিমানা করেন।
শার্শা উপজেলা হেলথ সেনেটারি পরিদর্শক সেফালী খাতুন বাংলানিউজকে জানান, উপজেলার নাভারণ বাজারের ঘোষ ডেয়ারি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় হোটেলের মালিক আতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা হেলথ সেনেটারি পরিদর্শক সেফালী খাতুন ও শার্শা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এজেডএইচ/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।