ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘চ্যারিয়ট অব লাইফ’ বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
‘চ্যারিয়ট অব লাইফ’ বইয়ের মোড়ক উন্মোচন বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: পেঙ্গুইন র‌্যানডম হাউজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘চ্যারিয়ট অব লাইফ’। চেক ভাষাতেও বইটির একটি অনুবাদ প্রকাশিত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে পর্দার অন্তরালে কী ঘটেছিল, সেই সরকারের সঙ্গে পেছন থেকে কারা ছিলেন, ক্ষমতার যে দর্প তারা দেখিয়েছিলেন তার বিবরণ উঠে এসেছে ‘চ্যারিয়ট অব লাইফ’ বইটিতে।

মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী তার বইয়ে ২০০৭-০৮ এর সেই অনিশ্চিত সময় এবং স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি দৃশ্যকল্প তুলে ধরেছেন তরুণ প্রজন্মের সামনে।

২০১৮ সালের মার্চে শ্রাবণ প্রকাশনী থেকে বের হয় ‘চ্যারিয়ট অব লাইফ’। এরপর ভারতের পেঙ্গুইন থেকে তা প্রকাশিত হলো।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমইউএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।