ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের একদিন পর স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
নিখোঁজের একদিন পর স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

ফেনী: নিখোঁজ হওয়ার একদিন পর ফেনীর সোনাগাজী উপজেলার স্কুলশিক্ষক আহমদ উল্লাহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আহমদ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্কুল যাওয়ার উদ্দেশে সোনাগাজীর চর মজলিশ পুর ইউনিনের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের বাড়ি থেকে বের হন আহমদ। পরে বিকেলে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বুধবার দুপুরে নিখোঁজ হওয়ার ঘটনায় সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাত ৯টার দিকে কুমিল্লার বুড়িচং থানা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।  

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।